জুমবাংলা ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম কেরামত আলী। তিনি নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেরামত আলী বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে তিনি ভেসে যান। পরে ঘটনাস্থলের অদূরে ভেসে ওঠেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব বলেন, বুধবার রাত ১২টার দিকে মৃত অবস্থায় কেরামত আলীকে আমাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবার মরদেহ নিয়ে যায়। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।