বিনোদন ডেস্ক : নতুন নতুন কাজ নিয়ে আপন গতিতে এগিয়ে চলছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তারই ধারাবাহিকতায় পূজা তার ভক্তদের দিলেন নতুন আরও একটি কাজের খবর। ‘দরদিয়া’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক আদর আজাদ। গেল রবিবার সিনেমাটিতে চুক্তিদ্ধ হয়েছেন তারা।
এর আগে এই জুটির প্রথম কাজ ‘নাকফুল’ সিনেমা। যা এখনও মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করছেন আলোক হাসান। তাদের আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এর কাজ এখনও চলছে। এর মধ্যেই একই পরিচালকের ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।
পূজা চেরি বলেন, ‘প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে।’
আদর আজাদের বিপরীতে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আদর আজাদের সঙ্গে এর আগে একটি কাজ শেষ করেছি। আরেকটির শুটিং চলছে। সহশিল্পী হিসেবে তিনি বেশ আন্তরিক। “লিপস্টিক” ছবির কাজ দেখে প্রযোজক, পরিচালক হয়তো আমাদের জুটি পছন্দ করেছেন। এ কারণেই আমাদের দুজনকে আবারও তাদের আরেক ছবিতে নিয়েছেন।’
পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ‘লিপস্টিক’ সিনেমার কাজ প্রায় শেষ দিকে। এরপরই ‘দরদিয়া’র কাজ শুরু হবে। শুরুতে সিনেমার শিল্পী-কলাকুশলী নির্বাচনের কাজ হবে শুরু হবে। আর আগামী বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।