জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে বড় ভাই মাওলানা ইয়াসিনের হাতে ছোট ভাই মাওলানা মাসুম খুন হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান। এ ঘটনায় মা জুলেখা খাতুন লাইফ সাপোর্টে রয়েছেন। তার ৫ শতাংশ বেঁচে থাকার আশার কথা জানিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ওসি মাহবুবুল হক।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ইয়াসিনের সঙ্গে তার ছোট ভাই মাসুম ও তার মায়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই মাওলানা মোহাম্মদ ইয়াসিন।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করেন।
৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কাজির মাদারাসার মুহতামিম ও ভূজপুর থানা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জুনায়েদ বিন জালাল বলেন, ইয়াছিন একজন আলেম মানুষ। তার দ্বারা এমন কাজ, মেনে নেওয়া যায়না। যতদূর জানি জায়গা বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কথা জানিয়েছে ভূজপুর থানা পুলিশ।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাদী পক্ষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।