জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে বড়শিতে পাওয়া গেছে আট কেজি ওজনের ভেটকি মাছ (কোরাল মাছ)। আজ রবিবার সকালে মাছটি পেয়েছেন মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল।
কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল বলেন, ‘আমি নদীতে জাল, বড়শি ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আজ সকালে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম।
হঠাৎ ভেটকি মাছটি ধরা পড়ে। মাছটি বাড়িতে পুকুরে রেখেছি। আগামীকাল (সোমবার) সকালে প্রতাপনগর বাজারে নিয়ে বিক্রি করব।’
স্থানীয়রা জানায়, মাছটির ওজন আট কেজি। মাছটি ক্রয় করার জন্য বিভিন্নজন এরই মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তাঁরা প্রতি কেজি ৮০০ টাকা দিতে চাইছেন। তবে মাছটি তিনি সোমবার সকালে হাটে তুলে বিক্রি করতে চান।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, ‘নুর ইসলাম মোড়ল নামের একজন মৎস্যজীবী বড় একটি ভেটকি মাছ পেয়েছেন বলে শুনেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।