বর্তমানে নারীরা কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন

নারীরা কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট

লাইফস্টাইল ডেস্ক : সমবয়সী বা নিজ বয়সের থেকে বড় সঙ্গী নয়, বর্তমান সময়ের নারী-পুরুষরা আকৃষ্ট হচ্ছেন বয়সে তাদের থেকে ছোট যুবক-যুবতীদের প্রতি। এমনই তথ্য উঠে এসেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।

নারীরা কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট

সম্প্রতি মার্কিন বিজ্ঞান পত্রিকা ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স’-এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে। মুখ্য গবেষক অধ্যাপক পল ইস্টউইক জানান, এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন নারী-পুরুষ মিলিয়ে মোট সাড়ে ৪ হাজার।

অংশ নেওয়া ব্যক্তিদের বয়স ছিল ২৫ থেকে ৮২-র মধ্যে। এই সাড়ে ৪ হাজার জনের পছন্দ-অপছন্দের ওপর ভিত্তি করে তাদেরকে ‘ব্লাইন্ড ডেট’-এ পাঠানো হয়। ব্লাইন্ড ডেট কথার অর্থ দেখা করার আগ পর্যন্ত তারা বিপরীত দিকের মানুষটিকে চিনতেন না। এই ডেটের পর বিপরীত দিকের মানুষটিকে পছন্দ নাকি পছন্দ নয়, এই প্রশ্ন করা হয় সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের।

ইসলামে অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষেধ

এসব প্রশ্নের উত্তরে জানা গেছে, নারী-পুরুষ নির্বিশেষে অধিকাংশ ব্যক্তিই নিজের থেকে কম বয়সী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়েছেন।

অধ্যাপক ইস্টউইক আরো জানান, সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে নারীরা বেশি বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন। এই গবেষণা সেই ধারণা ভেঙে দিয়েছে। তবে তিনি এ-ও জানিয়েছেন, এই গবেষণা প্রথম দেখায় বিপরীত দিকের মানুষটিকে কেমন লেগেছে তার তথ্য দিয়েছে।

দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে এর ফলাফল আলাদা হতেই পারে।
সূত্র : আজকাল