আন্তর্জাতিক ডেস্ক : বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সংসারে চলছে অশান্তির ঝড়। স্ত্রী নিত্যদিন অদ্ভুত আচরণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। স্বামী যখন অনলাইনে অফিস মিটিং করেন, তখনই স্ত্রী শুরু করেন চিৎকার-চেঁচামেচি, এমনকি ক্যামেরার সামনে এসে নাচতেও শুরু করেন! এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী।
Table of Contents
সংসার চালাতে প্রতিদিন পারিশ্রমিক দাবি!
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযোগকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম শ্রীকান্ত। ২০২২ সালে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি। শ্রীকান্তের অভিযোগ, তাঁর স্ত্রী সংসার ও স্বামীর সঙ্গে রোমান্স করার জন্য প্রতিদিন ৫,০০০ টাকা দাবি করেন। টাকা না দিলেই শুরু হয় কলহ।
অফিস মিটিংয়ের সময় নাচ, গান বাজিয়ে অশান্তি!
শ্রীকান্ত জানিয়েছেন, যখন তিনি বাড়ি থেকে অফিসের কাজ করেন, তখন তাঁর স্ত্রী ইচ্ছাকৃতভাবে চিৎকার করেন, জোরে গান বাজান এবং স্ক্রিনের সামনে এসে নাচতে থাকেন। এতে তাঁর অফিসের সহকর্মীরা বিব্রত হন এবং পেশাগত জীবনে সমস্যার সম্মুখীন হন তিনি।
সন্তান নিতে নারাজ, দত্তকের প্রস্তাব
শুধু তাই নয়, শ্রীকান্তের দাবি, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হতে চান না। তিনি মনে করেন, সন্তান নিলে তাঁর সৌন্দর্যে প্রভাব পড়বে। তাই সরাসরি সন্তান দত্তক নেওয়ার প্রস্তাব দেন তিনি।
বিবাহবিচ্ছেদ চেয়ে পুলিশের দ্বারস্থ স্বামী
নিত্য অশান্তি সহ্য করতে না পেরে শেষমেশ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীকান্ত। তাঁর অভিযোগ, স্ত্রী তাঁকে ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন, অন্যথায় আত্মহত্যার হুমকি দিয়েছেন। শ্রীকান্ত এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত তরুণী দাবি করেছেন, এসব অভিযোগ মিথ্যা এবং তাঁর স্বামীই তাঁকে মানসিকভাবে নির্যাতন করছেন।
উল্লুতে রিলিজ হলো সবচেয়ে হট ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না!
এই ঘটনা নিয়ে বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, এই দাম্পত্য কলহের পরিণতি কোথায় গড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।