আন্তর্জাতিক ডেস্ক : বউভাতের দিনই প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ। পার্লার থেকে ফেরার পথে একেবারে ফিল্মি কায়দায় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেলেন প্রেমিক। এমন ঘটনা ঘটেছে গত বুধবার ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির সঙ্গে বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের।
বুধবার ছিল বউভাত। সেই উপলক্ষে স্বামী আশিস এবং তার বোনকে নিয়ে গাড়িতে করে বিউটি পার্লারে গিয়েছিলেন রোশনি। বিউটি পার্লার থেকে দুপুরে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির কিছুটা দূরে আশিসদের গাড়ি থামে।
গাড়ির ডান দিক দিয়ে নামেন আশিস। বাঁ দিক দিয়ে নামেন রোশনি এবং আশিসের বোন। সেই সময় জোরে ব্রেক কষে একটি গাড়ি এসে দাঁড়ায়। দরজা খুলে এক যুবক নেমে আসেন।
আশিসের বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রোশনিকে গাড়ি করে উধাও হয়ে যান। কয়েক মুহূর্তের মধ্যেই এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে যান। সবার চোখের সামনে দিয়ে নববধূকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায়।
কিন্তু সেটি যে কোনো অপহরণ ছিল না, পুরোটাই ছিল সাজানো ঘটনা, তা আশিস বা তার বাড়ির কেউই বুঝতে পারেননি। ফলে তারা অপহরণের মামলা দায়ের করেন।
সেই অভিযোগ পেয়ে তদন্তে নামতেই কাহিনির মোড় নেয়। পুলিশ জানতে পারে, কোনো অপহরণই নয়, পুরো ছক কষে কাণ্ডটি ঘটানো হয়েছে, যাতে অপহরণের ঘটনা বলে মনে করা হয়।
পুলিশ জানতে পেরেছে, অঙ্কিত নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল রোশনির। ঘটনাচক্রে, যে এলাকায় রোশনির বউভাতের আয়োজন করা হয়েছিল, সেখানেই থাকেন অঙ্কিত। পাঁচ বছর ধরে প্রেম ছিল তাদের। সম্পর্কের কথা জানাজানি হতেই রোশনির সম্বন্ধ করে বিয়ে ঠিক করে তার পরিবার। রোশনি এবং অঙ্কিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।