ছেলেদের এই বয়সে শু.ক্রাণুর ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়

ছেলেদের শুক্রাণুর ক্ষমতা

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীদের করা এক নতুন গবেষণা দেখা গেছে চল্লিশোর্ধ দাতাদের শু’ক্রা’ণু থেকে সন্তান উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি হয়। অর্থাৎ শুক্রাণুদাতা যদি মধ্যবয়সী পুরুষ হন তবে নারীদের গর্ভধারণের সম্ভাবনা থাকে বেশি। এদিকে নতুন এই গবেষণার ফলে ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা’ এই ধারণা ভুল প্রমাণিত হল।

ছেলেদের শুক্রাণুর ক্ষমতা

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন গাইডলাইনে বলা হয়েছিল শু’ক্রা’ণুদাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু, সমীক্ষা বলছে চল্লিশোর্ধ দাতারাই বেশি সক্ষম। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৪০ হাজার ৪০০টি ইউভিএফ চিকিত্সা পদ্ধতির উপর সমীক্ষা চালানো হয়েছিল।

দেখা গেছে ২০ বছরের নিচে শু’ক্রা’ণু’দাতাদের থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শু’ক্রা’ণু থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ ক্ষেত্রে।

৫০০০ সালের পৃথিবী দেখে এলেন যুবক

নিউক্যাসল ফার্টিলিটি সেন্টার অ্যাট লাইফের চিকিত্সক মীনাক্ষি চৌধুরী জানান, ‘বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনো সম্পর্ক নেই। এটা নির্ভর করে শুক্রাণুর মানের ওপর।’