জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যার অভিযোগে প্রেমিকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিয়ে নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান।
নিহত রশিদুল মণ্ডল (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পয়লান গ্রামের জহির মণ্ডলের ছেলে।
রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন রশিদুল। মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন।
ওসি পারভেজ বলেন, নিখোঁজ হওয়ার আগে মঙ্গলবার রাতে রশিদুল সায়েরগাছা এলাকায় বুলবুল আহম্মেদ নামে এক ব্যক্তির বাড়িতে যান। ওই বাড়ির গৃহকর্মী ছিলেন ২১ বছর বয়সী এক তরুণী। তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তরুণীকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলেন, ওই বাড়িতে প্রায় এক বছর আগে কাজ করতে যান রশিদুল। সে সময় তার সঙ্গে গৃহকর্মী তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
“মঙ্গলবার রাতে বুলবুলের বাড়িতে রশিদুলকে ডেকে নেন তরুণী। তিনি রশিদুলকে বিয়ের চাপ দেন। রশিদুল আরও দেরি করতে বলেন। কিন্তু তরুণী তাকে ওই রাতেই বিয়ের জন্য জবরদোস্তি করেন। রশিদুল চলে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তরুণী। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।”
ওসি বলেন, ভোরের দিকে তরুণী তার এক বান্ধবীর সহযোগিতায় লাশ বাড়ির ছাদে স্টোর রুমে লুকিয়ে রাখেন।
পরে তরুণীর বান্ধবীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের জবানবন্দি নেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।