বিনোদন ডেস্ক : ব্রেইনস্ট্রোক করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রাখা হয়েছে বলে ফেসবুকে এক পোস্ট দিয়ে জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।’
ফারিয়ার এই পোস্টের নিচে কমেন্ট বক্সে চলচ্চিত্র জগতের মানুষসহ অনেকেই তার বাবার দ্রুত সুস্থ কামনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন- চিত্রনায়ক জায়েদ খান, প্রযোজক আবদুল আজিজ, উপস্থাপক আনজাম মাসুদ, সংগীতশিল্পী শফিক তুহিনসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।