স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে তার সমসাময়িক সবাই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন। এমন সময়ে এসে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন ব্রাভো। রোববার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বিশ্বকাপে জায়গা না পাওয়ায় গত কয়েক মাস ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সেখানে ভালোই পারফর্ম করেছেন অভিজ্ঞ ব্রাভো। তবে এরপরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে জায়গা পাননি তিনি। ধারণা করা হচ্ছে, অনেকটা অভিমান করেই ক্রিকেট থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘চিন্তা করার জন্য কিছুটা সময় নিয়েছি। ভেবেছি, একজন ক্রিকেটার হিসেবে আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। ক্যারিয়ারের এ সময়ে এসে জাতীয় দলে ফেরার জন্য ক্রিকেটার হিসেবে নিজের শক্তি, আবেগ, সামর্থ্য, শৃঙ্খলা দিয়ে সেরা পারফর্ম করার কাজটা সহজ নয়। কোনো ধরনের যোগযোগ ছাড়া আমাকে অন্ধকারে রাখা হয়েছে।’
ব্রাভো আরও লিখেছেন, ‘এই মুহূর্তে তিনটি দল তিন সংস্করণের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ৪০-৪৫ জন ক্রিকেটার আছে সেই দলে। ঘরোয়া প্রতিযোগিতায় যথেষ্ট রান করার পরও যদি কোনো দলেই আমার জায়গা না হয়, তাহলে তারা আমাকে বলেই দিচ্ছে, এখানে আমার ভবিষ্যৎ নেই।’
দলে জায়গা না পেলেও হাল ছাড়ছেন না ব্রাভো। প্রতিভাবানদের জায়গা ছেড়ে দিতে আপাতত কিছুটা বিরতি নিচ্ছেন তিনি। ব্রাভো লিখেছেন, ‘আমি হাল ছাড়ছি না। তবে বিশ্বাস করি, আমার কিছু সময়ের জন্য দূরে থাকাই ভালো। তরুণ প্রতিভাবানদের জায়গা ছেড়ে দেওয়া উচিত। সবার জন্য আমার শুভেচ্ছা থাকবে।’
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ছোট লারা হিসেবে খ্যাত ড্যারেন ব্রাভোর। ১৪ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ২০৪ ম্যাচ। টেস্টে ৮ শতকে তার রান ৩৫৩৮। ১২২ ওয়ানডেতে ৩০ গড়ে করেছেন ৩১০৯ রান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.