স্পোর্টস ডেস্ক : ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিলো ব্রাজিল। ২০ বছর পর আবারো বিশ্বকাপ জেতার সময় এসেছে বলে আশা করেন ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
লুলা বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় দলগুলি ভাল করছে না, ইতালি টুর্নামেন্টে নেই এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ বছর আগের মতো খেলছেন না। সুতরাং, ব্রাজিলের এই বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক বেশি।
লুলা আরও বলেন, কাতার কেন এই বছরের বিশ্বকাপ আয়োজন করবে তা নিয়ে তর্ক করার কোন মানে নেই। ভক্তদের তর্কে পরিবর্তে ম্যাচগুলো উপভোগ করা উচিত মনে করেন তিনি।
লিসবনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, কাতারকে কোন মাপকাঠিতে বেছে নেয়া হয়েছে তা আমি জানি না, তবে এটি বিচার করা আমাদের ওপর নির্ভর করে না কারণ এটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাই আমাদের খেলোয়াড়রা ভালো খেলুক।
সুত্র: আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।