স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ উম্মাদনার ৭ মাস না যেতে আবারো ফুটবলের বড় মঞ্চ নিয়ে হাজির ফিফা। এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসেছে নারীদের ফিফা ফুটবল বিশ্বকাপ। যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (২৪ জুলাই) একই দিনে মাঠে নামছে দুই লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা।
নারী হোক কিংবা পুরুষ, ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল মানেই বাড়তি রোমাঞ্চ, বাড়তি উম্মাদনা। লাতিন আমেরিকার এ দুই দেশের ফুটবল জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তাদের সমর্থনে পুরো পৃথিবী ভাগ হয়েছে যায় দুভাগে।
তবে পুরুষদের মতো দুই লাতিন দেশের ফুটবলে নারীদের রেকর্ড অতটা সুখকর নয়। গত ৩২ বছরের ইতিহাসে একবারের জন্যেও তারা বিশ্বকাপ নামের সোনার হরিণটি ছুঁয়ে দেখতে পারেনি। ব্রাজিলের মেয়েরা অবশ্য ২০০৭ সালে সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে স্বপ্নভঙ্গ হয় তাদের।
অন্যদিকে আর্জেন্টিনার মেয়েরা আট আসরের মধ্যে তিন বার কোয়ালিফাই করলেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। এবার আগের সব ডেডলক ভাঙতে মাঠে নামছে তারা।
সোমবার (২৪ জুলাই) নিউজিল্যান্ডের অকল্যান্ডে ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শক্তিশালী ইতালির মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ১৬তম। তাদের তুলনায় আর্জেন্টিনা পিছিয়ে আছে ১২ ধাপ। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে দুর্বল পানামার মোকাবিলায় বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে নামবে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে পানামার তুলনায় ব্রাজিল ৪৪ ধাপ এগিয়ে। গ্রুপ পর্বে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও জ্যামাইকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।