আন্তর্জাতিক ডেস্ক : আর্সেনিকমিশ্রিত কেক খাওয়ার পর ব্রাজিলে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রাজিলের পুলিশ এরই মাঝে এই ঘটনা তদন্ত করছে। ২৩ ডিসেম্বর দক্ষিণ ব্রাজিলের সমুদ্রতীরবর্তী ছোট শহর টরেসে একটি পারিবারিক গেট টুগেদারে কেক খাওয়ার পর তিনজন নারী মারা যান। কেকটি যিনি তৈরি করেছিলেন, সেই নারী ও কেক খাওয়া ১০ বছর বয়সী একটি মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম জি১ জানিয়েছে, পুলিশ ওই নারীর শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় রয়েছে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। ইতিমধ্যে তদন্তের অংশ হিসেবে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ ছাড়া শুক্রবার প্রাপ্ত ল্যাব টেস্টের রিপোর্টে দেখা গেছে, মৃত তিন নারীর রক্তে আর্সেনিকের উপস্থিতি ছিল।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি এবং এটি হত্যা মামলা হিসেবে বিবেচিত হচ্ছে কি না, সে বিষয়েও পুলিশ কিছু বলেনি।
প্রতিবেদন অনুযায়ী, কেক প্রস্তুতকারী নারীর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং কোনো বিরোধের ইঙ্গিত মেলেনি। পুলিশ প্রকাশিত ও অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, শুকনা ফলের কেকটির ওপর সাদা মারজিপান আইসিং ও ম্যারাশিনো চেরি দেওয়া ছিল।
প্রাথমিকভাবে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসার পর ছাড়া পান।
অন্যদিকে সংবাদমাধ্যম কার্টাক্যাপিটাল জানিয়েছে, কেক প্রস্তুতকারী নারীর সাবেক স্বামী সেপ্টেম্বর মাসে মারা যান। প্রথমে তার মৃত্যুকে খাদ্যজনিত অসুস্থতা হিসেবে মনে করা হয়েছিল। তবে এখন তার মৃত্যুর কারণ ফের খতিয়ে দেখা হচ্ছে এবং তার দেহ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।