অবশেষে ব্রাজিল দলে ‘মারামারি’র আসল ঘটনা ফাঁস!

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: জাপানের বিপক্ষে গতকাল বিকালে (বাংলাদেশ সময় সাড়ে চারটা) মুখোমুখি হবে ব্রাজিল। প্রীতি ওই ম্যাচের আগে অনুশীলনে হাতাহাতি করেছেন ব্রাজিলের দুই তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। যে ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, রিচার্লিসনের সঙ্গে প্রথমে জার্সি টানাটানি করেছেন দানি আলভেজ। এরপর সেখানে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর সেখানে যোগ দেন নেইমার এবং লুকাস পাকুয়েতা। শেষে হাসতেও দেখা গেছে ভিনিসিয়াসসকে।
ব্রাজিল
মূলত, তাদের মধ্যে হাতাহাতি কিংবা মারামারির কোনো ঘটনাই ঘটেনি। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনেই মজা করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। অনেকটা অভিনয় করেই নিজেদের মধ্যে মারামারি করার মত এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু পুরো ঘটনাটাই ছিল হাস্যরসাত্মক।

 

View this post on Instagram

 

A post shared by Richarlison (@richarlison)


তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ব্রাজিল দল। নিজের ইন্সটাগ্রামে ‘হাসির ইমোজি’ দিয়ে সেই ছবি পোস্ট করেছেন রিচার্লিসন। সেখানে আবার হাস্যরসাত্মক কমেন্ট করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন নেইমার, ভিনি ও পাকুয়েতো।


ব্রাজিল ফুটবল নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি পরিস্কার করে দেয়া হয়। সেখানে বলা হয়, ‘বিষয়টি পরিস্কার করার জন্য বলছি, ভিনি এবং রিচার্লিসনের মধ্যে আসলে কোনো মারামারি হয়নি। অনেক মানুষই চিন্তা-ভাবনা না করে ছবিটাকে সিরিয়াসলি গ্রহণ করে নেবে। আসলে এখানে কিছুই ঘটেনি।’

‘মেসি-কুটিনহো ছাড়া বার্সার সবাই আমাকে অশ্লীল বার্তা পাঠাতো’