৭ গোল করে মাঠ ছাড়ল ব্রাজিল!

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: প্রায় সারা বছরই কোনো না কোনো ইভেন্টে মেতে থাকে ব্রাজিলের ফুটবলারা। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক, ফুটসাল কিংবা বিচ ফুটবলার সবাই নিয়মিত আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলে অংশ নেন। ঘরোয়া ফুটবল তো তাদের নিত্য দিনের সঙ্গী। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস।

ব্রাজিল

যেখানে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। সাউথ আমেরিকান গেমস আর ফুটবল থাকবে না তা কী করে হয়। প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমসেও রয়েছে ফুটবল প্রতিযোগিতা। বিচ সকার ফুটবলের ওই ইভেন্টে একই গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

‘বি’ গ্রুপে থাকা দল দুইটি নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের আর্জেন্টিনাকে হারিয়েই মিশন শুরু করে সেলেসাওরা। বুধবার (১৯ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হয় ব্রাজিল। আর্জেন্টিনার মতো এই ম্যাচে উরুগুয়েকেও গোল বন্যায় ভাসায় তারা।

রসুন দিয়ে তাড়ান ঘরের সব মশা