স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর নতুন কোচ ও নতুন অধিনায়কের অধীনে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের চমক মরক্কো। বাংলাদেশ সময় যখন সেহরি শুরু হবে তখন, অর্থাৎ রবিবার ভোর চারটায় শুরু হবে ম্যাচটি।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেন কোচ তিতে । তার জায়গায় অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পান রেমন মেনেজেস।
নেইমার, রাফিনিয়াসহ বিশ্বকাপে খেলা প্রায় অর্ধেক ফুটবলারকে বিশ্রাম দিয়ে একঝাঁক নতুন তারকা নিয়ে প্রীতি ম্যাচের জন্য দল সাজান তিনি। সেলেসাওদের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিডফিল্ডার ক্যাসেমিরোকে। দুর্দান্ত ফর্মে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই রক্ষণাত্মক মিডফিল্ডার ।
র্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল ফিফা উইন্ডোতে প্রথম মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনাল খেলা মরক্কোর। ঘরের মাঠ তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে শক্তিশালি দল নিয়ে মাঠে নামছে অ্যাটলাস লায়ন্সরা।কোচ ওয়ালিদের আস্থা আশরাফ হাকিমি, হাকিম জিয়েখদের উপর।
এর আগে ১৯৯৭ ও ২০০০ সালে মরক্কোর বিপক্ষে দু’টি ম্যাচে খেলে দুটিতেই জিতেছিলো ব্রাজিল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.