জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি দাড়িয়াপুর কৈ মারা ব্রিজের নিচ থেকে ইউপি সদস্য মোস্তাক আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে দুই সহযোগী বাবু ও সুজনকে নিয়ে কাবিলের বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ। পথিমধ্যে দাড়িয়াপুর কৈ মারা ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার সঙ্গে থাকা ব্যক্তিসহ মোস্তাক মেম্বর গুরুতর আহত হয় এবং কৈ মারা ব্রিজের পাশে পড়ে থাকে।
এ অবস্থা দেখে সাজু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তাক মেম্বরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সঙ্গে থাকা দুইজন বাবু ও সুজন আহত অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে মোস্তাক মেম্বরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন
এ ব্যাপারে গাইবান্ধা থানার ওসি মাসুদ রানা জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।