আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। যদিও দলটির চীন বিষয়ক এই বিশেষজ্ঞ দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, তার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তিনি কনজারভেটিভ পার্টির চীন বিষয়ক বিশেষজ্ঞ। অভিযযুক্ত নিজেও দাবি করেছেন, তার কাজ হচ্ছে পার্লামেন্টের সবাইকে চীনা কমিউনিস্ট পার্টির হুমকি নিয়ে সতর্ক করা।
ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসের প্রতিবেদনে তার সম্ভাব্য পরিচয় দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ক্রিস ক্র্যাশ। এই মুহূর্তে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। একটি বেসরকারি ব্যয়বহুল স্কুলে ক্রিকেট তারকা ছিলেন তিনি। বেশ কয়েকজন সিনিয়র টরি এমপির সঙ্গে তার সখ্যতা আছে। যাদের মধ্যে রয়েছেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পটম তুগেনধাত ও পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান অ্যালিসিয়া কিয়ার্নস, যিনি কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত।
আইনজীবী বার্নবার্গ পিয়ার্সের মাধ্যমে এক বিবৃতিতে অভিযুক্ত বলেন, ‘আমি আজ মিডিয়ায় কথা বলতে বাধ্য হচ্ছি। আমাকে যে ‘চীনা গুপ্তচর’ আখ্যা নেওয়া হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তাদের ভুল প্রতিবেদনে যে আমাকে জনসমক্ষে নিজের হয়ে সাফাই গাইতে হবে তাও ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই যে আমি সম্পূর্ণ নির্দোষ। আমি সারাজীবন চেষ্টা করেছি যেন চীনা কমিউনিস্ট পার্টির হুমকি নিয়ে সবাইকে জানাতে পারি। আমি যা করি তার পুরোপুরি বিপরীত বার্তা দিচ্ছে কিছু সংবাদমাধ্যমের অতিরঞ্জিত সংবাদ।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি অনেক জ্ঞানী ও মেধাবী। একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। তার আগে চীনের সাংহাইয়ের কাছে একটি আন্তর্জাতিক স্কুলে ২ বছর ইংরেজি পড়িয়েছেন তিনি। এরপর চীনে একটি মাস্টার্স করে যুক্তরাজ্যে যান। ২০২১ সাল থেকে পার্লমেন্টে কাজ শুরু করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।