লাইফস্টাইল ডেস্ক : অধিক লাভের আশায় অনেকেই খামারে ব্রয়লার মুরগি পালন করে থাকেন। তবে ব্রয়লার মুরগি পালনে ওজন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। ব্রয়লার মুরগির সর্বোচ্চ ওজন পেতে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো পোলট্রি খামারিদের ভালোভাবে জেনে রাখতে হবে। আসুন আজকে জেনে নিব ব্রয়লার মুরগির সর্বোচ্চ ওজন পেতে করণীয় সম্পর্কে-
সাত দিনে কাঙ্খিত টার্গেট ওজনের জন্য যা করতে হবে :
* সর্বপরি গুণগত মানসম্পন্ন বাচ্চা।
* পরিমিত জায়গা এবং পযার্প্ত খাদ্য ও পানির পাত্র।
* সময়মত পাত্র পরিষ্কার করে খাদ্য ও পানি সরবরাহ করা।
* ভাল ব্রুডিং ব্যবস্থাপনা।
* সুষম খাদ্য ও নিরাপদ পানি।
* বাচ্চা ব্রুডারে ছাড়ার পর ১ম ২৪ ঘন্টায় খাদ্য থলি ১০০ ভাগ ভরা।
* ১ম দিন গ্লুকোজ / চিনি / ভিটা’মিন/ এন্টিবা’য়োটিক না খাওয়ানো।
মিটারের এই ছোট্ট লাল বাতিটির জন্য প্রতি মাসে যত টাকা বিল আসে
ব্রুডারে ছাড়ার পূর্বে এবং সাত দিনে বাচ্চার ওজন পরিমাপ করে মূল্যায়ন করতে হবে ব্যাচ শেষে কি পরিমাণ ওজন আসবে। সর্বাধিক ওজন তথা লাভের জন্য সাত দিনের ওজনের দিকে অধিক গুরুত্ব দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।