পাসপোর্ট কর্মকর্তাদের অসহযোগিতার সুযোগ নেয় দালালরা

জুমবাংলা ডেস্ক : পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের অসহযোগিতার কারণে দালাদের খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। ভোগান্তির পাশাপাশি লাগছে বাড়তি টাকা।

এমন অভিযোগে রাজধানীর উত্তরার আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ৭ দালালকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা।

ভুক্তভোগী রাজধানীর কুড়িলের সাজ্জাদ জানান, তিনি তার স্ত্রীর পাসপোর্ট করাতে এসেছিলেন। জোনভিত্তিক পাসপোর্ট অফিস উত্তরা ১৫ নম্বর সেক্টরের আঞ্চলিক কার্যালয়ে সেবা নিতে চেয়ছিলেন তিনি। স্ত্রীসহ নিজে কয়েকদফা উদ্যোগে নিয়েও পাসপোর্ট কর্মকর্তাদের অসহযোগিতায় ফিরতে হয় খালি হাতে। এই সুযোগে পড়েন দালাল চক্রের খপ্পরে।

পাসপোর্ট করাতে এসে এমন হয়রানির ঘটনা নিত্যদিনের। অভিযোগ পেয়ে উত্তরা পাসপোর্ট কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১।

এ সময় ৭ জনকে গ্রেফতার করে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা।

তবে দালালদের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা না বললেও হয়রানি বন্ধে এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেয় র‌্যাব।