বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় মোবাইল বাজার দখল করতে আগেই হাত মিলিয়েছে বিএসএনএল ও টাটা। ইতিমধ্যেই গ্রাহকদের জন্য সস্তায় আকর্ষণীয় মোবাইল প্রিপেইড ও পোস্ট পেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে দুই সংস্থা।
এবার ভারতের স্মার্টফোন বাজারে এক নতুন ধারা চালু করতে 5G রেডি স্মার্টফোন আনছে। দাম মাত্র ₹12,999 । দামে কম হলেও, ফিচারে কিন্তু একেবারেই পিছিয়ে নেই ওই নয়া ফোন। এতে যেমন 108 MP ক্যামেরা থাকছে, তেমনই থাকছে উচ্চ শক্তিশালী 6000 mAh ব্যাটারি এবং এক বছরের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা!
দারুণ ডিসপ্লে অভিজ্ঞতা
BSNL-এর এই 5G রেডি স্মার্টফোনে রয়েছে 6.72 ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। এতে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যায়, ফলে রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে। রঙের উজ্জ্বলতা ও কনট্রাস্টে দারুণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।
শক্তিশালী প্রসেসর ও ভারতীয় অপারেটিং সিস্টেম
ডিভাইসটিতে থাকছে Dimensity 200 চিপসেট যার ক্লক স্পিড 2.8 GHz। প্রসেসিং পাওয়ার ওভারলোডের দিক থেকে এটি সত্যিই চমৎকার। এর BharatOS অপারেটিং সিস্টেম ভারতীয় প্রযুক্তি নিয়ে কাজ করে, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সাথেও যুক্ত।
ফটোগ্রাফি ও ব্যাটারি লাইফ
ফটোগ্রাফির জন্য রয়েছে 108 MP প্রধান ক্যামেরা যা দেবে দুর্দান্ত ছবি ও 4K ভিডিও রেকর্ডিং সুবিধা। সেলফির জন্য রয়েছে 10 MP ফ্রন্ট ক্যামেরা। 6000 mAh ব্যাটারির কারণে লম্বা ব্যাটারি লাইফ এবং 44 W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, যা দ্রুত চার্জ করতে সাহায্য করবে।
স্টোরেজ
এতে রয়েছে 8 GB RAM ও 128 GB স্টোরেজ এবং প্রিমিয়াম ভার্সনে রয়েছে 12 GB RAM ও 256 GB স্টোরেজ।
সাশ্রয়ী দামে বিশাল সুবিধা
মাত্র ₹12,999 দামে, এই স্মার্টফোনটি বাজেট 5G রেডি সেগমেন্টে একটি নতুন মাত্রা যোগ করবে। উন্নত ফিচার ও দামের ভারসাম্য বজায় রেখে BSNL-Tata এই ডিভাইসটি বাজেট সচেতনদের জন্য নিঃসন্দেহে একটি আকর্ষণীয় অপশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।