জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করে ডোপ টেস্ট করানো হয়েছে। সেই টেস্টে দুজনের পজিটিভ রিপোর্ট এসেছে। পরে আসামিদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গ্রেফতার তিন জনের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করা হয়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান ও নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম।
ডোপ টেস্টে পজিটিভ এসেছে প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০) ও ওই গাড়িতে থাকা যাত্রী মিরাজুল করিমের (২২)। তবে তৃতীয় জন আসিফ চৌধুরীর (১৯) ডোপ টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। পরে তাদের তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, ‘ডোপ টেস্টে প্রথম দুজনের পজিটিভ রিপোর্ট এসেছে।’
গ্রেফতার মুবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তারা তিন জনই শিক্ষার্থী।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডোপ টেস্টে আসিফ ব্যতীত বাকি দুজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা হয়েছে। এরপরও আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে।’
আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ‘ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এই মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার শুনানি হবে।’
এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। গুরুতর আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মুহতাসিম মাসুদ বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়াদাওয়া করার জন্য আসেন। তারা খাওয়াদাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিন জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।
পরে তল্লাশিচৌকিতে থাকা পুলিশ সদস্যরা গাড়িচালকসহ তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।