স্পোর্টস ডেস্ক : গ্লাভস জোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে থাকছেন না জিয়ানলুইজি বুফন। অবসর ঘোষণার তিন দিন পর তাকে ইতালিয়ান জাতীয় দলের বিশেষ দায়িত্বে নিয়োগও দেওয়া হয়েছে। ৪৫ বছর বয়সী এখন থেকে ইতালি হেড কোচ রবার্তো মানচিনিকে সহায়তা করবেন।
বুফন মূলত ইতালির ডেলিগেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে তার আগে দায়িত্ব পালন করেছেন আরেক ইতালিয়ান কিংবদন্তি প্রয়াত জিয়ানলুকা ভিয়াল্লি।
সেপ্টেম্বরে ইতালির ইউরো বাছাইয়ে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের মুখোমুখি হবে। বুফন এই সময়ের মধ্যেই নতুন দায়িত্বে যোগ দেবেন। নতুন দায়িত্ব পেয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী তারকা বলেছেন, ‘নীল জার্সি আমার জীবনের একটা অংশ। আমি এখন নিজেকে রবার্তো মানচিনি ও তার দলের কাছে নিজেকে সমর্পণ করবো। এখন আমাকে সতর্ক ভাবে এগিয়ে যেতে হবে।’
ইতালিয়ান ফেডারেশন অবশ্য এই বিষয়টিকে ইতালিয়ান ফুটবলের জন্য স্মরণীয় হিসেবে দেখছে। কারণ তাদের কাছে মনে হচ্ছে, ‘গিগি নিজের ঘরে ফিরছে।’
অবসরের ঘোষণা দেওয়া বুফন সিরি আ’তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এখনও ধরে রেখেছেন (৬৫৭)। ইতালির হয়ে (১৯৯৭-২০১৮) সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তার- ১৭৬টি। জাতীয় দলের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তার মধ্যে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য ছিল ২০০৬ বিশ্বকাপ। ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইতালি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।