মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে পুরাতন ধলেশ্বরী নদীতে অভ্যন্তরীণ নৌচলাচল আইন অমান্য করে চলাচল করার অভিযোগে ছয়টি বাল্কহেড জব্দ ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার সাভার থেকে বালু বিক্রি করে সিরাজগঞ্জে ফেরার পথে রামচন্দ্রপুর এলাকায় ওই ছয়টি বাল্কহেড আটক করা হয়। দীর্ঘদিন ধরেই সিরাজগঞ্জ থেকে বালুভর্তি অসংখ্য বাল্কহেড এ সরু নদীপথে সাভারে যায় এবং পুনরায় ফিরে আসে। এর ফলে নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিলেও এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের বারবার সতর্কবার্তা তারা উপেক্ষা করে আসছিল।
অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর ৬১ ধারা অনুযায়ী আটক বাল্কহেডগুলো— হোসাইন মাহমুদ, নিউ সোনার বাংলা-১, নূরে জান্নাত-৬, হাসিবুল হাসবি ভান্ডারী, জান্নাতুল রাতুল-১ ও আলিফা আফরিদ-১—এর মালিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, “অনেক দিন ধরে এসব বাল্কহেড এই নদী দিয়ে যাতায়াত করছে। আমরা একাধিকবার সতর্ক করলেও তারা তা অমান্য করেছে। নদীভাঙন রোধেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।