স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলকে একাই ধসিয়ে দিয়েছেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় এই তারকা পেসারের গতির সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ তারকা ওপেনার জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ব্রিডন ক্রেস ও ডেভিন উইলিরা।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৭.২ ওভার বোলিং করে ১৯ রানে ৬ উইকেট শিকার করেছেন বুমরাহ। একদিনের ক্রিকেটে এটাই তার সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে স্টেডিয়ামে ২৭ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।
লন্ডনের কিংসটন ওভালে এই ৬ উইকেট শিকারের মধ্য দিয়ে বেশ কিছু নজির গড়েন বুমরাহ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে ছয় উইকেট শিকারের নজির গড়লেন বুমরাহ। শুধু তাই নয়, ওয়ানডেতে এই প্রথমবার পাওয়ার প্লেতে ৩ উইকেট শিকার করেন বুমরাহ।
ওয়ানডেতে প্রথমবার ১০ ওভারে চার উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় বোলার হলেন বুমরাহ। তার আগে এই কীর্তি গড়েছেন শ্রীনাথ ও ভুবনেশ্বর কুমার।
জসপ্রিত বুমরাহের ভয়ঙ্কর স্পেলেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। প্রথম ৮ ওভারেই পাঁচ উইকেট হারায় ইংলিশরা।
বুমরাহর গতির শিকার হয়ে ২৫.২ ওভারে মাত্র ১১০ রানেই অলআউট হয় ইংল্যান্ড।
টেলিভিশন সাক্ষাৎকারে হবু স্ত্রীকে নিয়ে যা বললেন শাহিন শাহ আফ্রিদি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।