স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দেড়শ’ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। ম্যাচ হেরে উইকেটের দোষারোপ করেছিলেন বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক বাটলার। মিরপুরে এসে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১১৭ রানে।
উইকেট নিয়ে তাই বাটলার অসন্তোষ প্রকাশ করবেন এটা ছিল অনুমিত। পেসার হাসান মাহমুদের বলে ৪ চারে বোল্ড হওয়া ডানহাতি এই ব্যাটার উইকেটের দোষ দিলেও বাংলাদেশ দলকে জয়ের কৃতিত্ব দিয়েছেন।
ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘ভিন্ন ধরনের এক টি-২০ ম্যাচ। উচ্ছ্বসিত হওয়ার মতোও। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশ দলকে। আমাদের আউট হওয়ার ধরন ভালো ছিল না। তবে উইকেট শুরু থেকে কঠিন ছিল। বেন ডাকেট ভালো খেলছিলেন, তাকে সঙ্গ দিতে হতো।’
ব্যাটিং ভালো না হলেও বল হাতে ইংলিশরা দারুণ করেছেন। পরপর সাকিব ও আফিফকে আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মঈন আলী ও জোফরা আর্চার। নিজ দলের বোলারদের তাই কৃতিত্ব দিয়েছেন বাটলার, ‘অল্প রান আটকানোর জন্য আমি মনে করি, এটা অসাধারণ বোলিং প্রচেষ্টা। সবার সর্বোচ্চ চেষ্টায় আমি খুশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।