আন্তর্জাতিক ডেস্ক : ভিসানীতিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কানাডার স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার। যে সকল ফিলিস্তিনি কানাডায় বসবাস করছেন তাদের আত্মীয়-স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে।
একটি বিশেষ কর্মসূচির আওতায় অটোয়া গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ হাজার পর্যন্ত করছে বলে জানিয়ে মিলার বলেন, ‘আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন। বিশেষ একটি নীতিমালার আওতায় গাজাবাসীর জন্য এই সুবিধা দিওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার।’
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি অনুকূলে না হওয়ায় এই মুহূর্তে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন। যারা গাজা ত্যাগ করে কানাডায় তার পরিবারের কাছে যেতে চায় তাদের ইসরায়েলের অনুমোদন পত্রের প্রয়োজন। গাজাবাসীর কাছে সে স্থান ত্যাগ করাও বেশ কঠিন। সম্প্রতি ইসরায়েল মিশরের রাফা ক্রসিং দখল নেওয়ায় গাজাবাসীর ভোগান্তি বেড়েছে। তাদেরকে একপ্রকার গাজায় আটকে রেখে তাদের ওপর অমানবিক নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।’
কানাডার স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, ‘যদিও এখন গাজা থেকে বের হওয়া তাদের জন্য সহজ নয়, তবে আমরা এই অবস্থার পরিবর্তন হলেই সেখান থেকে যারা তাদের পরিবারের কাছে আসতে চায় তাদের নিয়ে আসার ব্যবস্থা করব। কানাডায় পরিবারের কাছে যাওয়ার ক্ষেত্রে মিশর এবং ইসরায়েলের গুরুত্ব অনেক। এ দুদেশের সঙ্গেও যোগাযোগের কথা জানিয়েছে কানাডা।’
সূত্র: আলজাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।