আন্তর্জাতিক ডেস্ক : প্রাচীন শহর পম্পেই থেকে আদিকালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি করেছিলেন এক পর্যটক। দেখতে সাধারণ পাথরের মতো হলেও তার ঐতিহাসিক গুরুত্ব অনেক। তারপরও নিজের কাছে পাথরগুলো রাখতে পারেননি তিনি। নিজে থেকেই ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তার বিশ্বাস প্রাচীন শহর থেকে চুরি করায় অভিশপ্ত হয়েছেন তিনি। সেজন্য তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রত্নতত্ত্ববিদ গ্যাব্রিয়েল জুশত্রিজেল সেই পাথর ও পর্যটকের লেখা চিঠিটির ছবি পোস্ট করেছেন। হাতে লেখা সেই চিঠিতে নিজের কাজের জন্য ক্ষমা চান পর্যটক। তিনি জানান, পাথরের অভিশাপ নিয়ে কিছু জানতেন না তিনি।
সেই নারী জানান, চুরি করার এক বছরের মধ্যে আমার স্তন ক্যানসার ধরা পড়ে। আমি তরুণ, সুস্থও ছিলাম। ডাক্তাররা বলেন এমন অবস্থায় ক্যানসারে আক্রান্ত হওয়া দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। আমাকে ক্ষমা করবেন। আমি এই পাথরগুলো ফিরিয়ে দিতে চাই।
এক কনসার্টে ১৪০টি গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় শিক্ষার্থী
এর আগে ২০২০ সালে কানাডার নিকোল নামে একজন পর্যটকের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। তিনিও অভিশপ্ত দাবি করে চুরি করা প্রত্নতাত্ত্বিক বস্তু ফিরিয়ে দিয়েছিলেন। চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন তিনিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।