আফগানিস্তান টেস্টে অধিনায়ক লিটন দাস, দলে নতুন ২ মুখ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় এই সিরিজে নেতৃত্ব দিবেন লিটন দাস।

এর আগে, সাদা বলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের। গত ডিসেম্বরে তামিম ইকবাল চোটে পড়লে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন লিটন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি। এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে অধিনায়কত্ব করার পালা লিটনের। আফগানদের বিপক্ষে মাঠে নামলে লিটন হবেন টেস্টে বাংলাদেশের দ্বাদশ অধিনায়ক। মূলত, গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় সাকিব চোটে পড়ায় এই সুযোগ আসলো লিটনের।

১৫ জনের ঘোষিত এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান শাহাদাৎ হোসেন দিপু এবং পেসার মুশফিক হোসেন। দুজনই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার সিরিজে খেলেছেন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও জাকির হাসান। তবে আগামী ১৪ জুন মিরপুরে থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাদ পড়েছেন ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং পেসার রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাৎ হোসেন ও মুশফিক হাসান।

লিয়াও এবার এসি মিলানের সঙ্গে করলো নতুন চুক্তি