আন্তর্জাতিক ডেস্ক : সারা দিন পাশের বাড়ির মোরগের ডাকে জীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম। তাই সেই মোরগের বিরুদ্ধে মামলা করলেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম নামক ওই দম্পতির আবেদন, যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মোরগটিকে।
নিজেদের অভিযোগনামায় দম্পতি জানিয়েছেন, মোরগটির নাম মাগডা। সকাল ৮ টা থেকে ডাকা শুরু করে সেটি। কোনও কোনও দিন ভোর ৪টেতেও উঠে পড়ে সেটি। ওঠা মাত্রই শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক। দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের এ হেন তীক্ষ্ণ ডাক দিনভর শোনা অত্যাচারেরই শামিল বলে অভিযোগ তাঁদের। মোরগের অত্যাচারে ইতিমধ্যেই এক প্রতিবেশী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
অন্য দিকে মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তাঁর। ২০১৮ সালে ৫টি মুরগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলির জন্যই একটি মোরগ দরকার তাঁর। সেই কারণেই মোরগটাকে পুষছেন তিনি।
বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।