বিড়াল হারিয়ে যাওয়ার গৃহবধূর কাণ্ড

গৃহবধূর কাণ্ড

জুমবাংলা ডেস্ক : পোষা বিড়াল হারিয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মেঘলা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর কাণ্ড

নিহত গৃহবধূ শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর গ্রামের মিল্টন কাজীর মেয়ে মেঘলা আক্তার (১৯) ও ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের প্রাইভেটকার চালক সাহেবজাদার স্ত্রী। এ ঘটনায় ভাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা যায়, নাজিরপুর গ্রামের সৈয়দ শাহজাহান চিসতীর ছেলে সাহেবজাদার সঙ্গে ৪ মাস আগে মেঘলার সঙ্গে বিয়ে হয়। মেঘলা একটি বিড়াল পুষতেন। বিড়ালটি হারিয়ে গেলে গতকাল বুধবার রাতে এ নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। পরে রাতে খাবার খেয়ে সাহেবজাদার মামাতো বোন মিথিলাকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতে যান মেঘলা। ফজরের পর মেঘলার শ্বশুর শাহজাহান তাকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদ্যুৎ সরকার জানান, মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করে মেঘলা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরেও আমরা অপমৃত্যু মামলা নিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি প্যাকেট বিরিয়ানি মাত্র ৩০ টাকা, রহস্য ফাঁস হতেই তোলপাড়

এদিকে, নিহত মেঘলার বাবা মিল্টন কাজী বলেন, ‘আমার একমাত্র মেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করার পর বিয়ে দিয়েছি। ভালোই চলছিল ওদের সংসার। মেয়ের হায়াত এই পর্যন্তই ছিল আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছেন আমাদের কোনো অভিযোগ নাই। আমরা শুনেছি আমার মেয়ে আত্মহত্যা করেছেন।’