সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে মানিকগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল ৭ টায় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন।
এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউছ উল হাসান হাসান মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা পর্যায়ক্রমে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন মিয়া পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারি এবং বেসরকারি উদ্যোগে রয়েছে নানা আয়োজন। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদদের স্মৃতি স্তম্ভে সরকারি, বেসরকারি সংগঠন শহীদদের শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে জেলার সরকারি এবং বেসরকারি নানা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান। সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক এবং সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল নয়টা শহীদদের শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।