স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রায় ১৫টি দেশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল গঠন করা হলেও এর আগে কখনোই দ্বীপরাষ্ট্র সেন্ট মার্টেনের কোনো ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। প্রথমবারের মতো সেন্ট মার্টেনের ক্রিকেটার হিসেবে ক্যারিবীয় জাতীয় দলে ডাক পেয়েছেন কিসি কার্টি।
সোমবার (৯ মে) নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য ১৫ জনের ওয়ানডে দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথমবারের মতো জায়গা হয়েছে ২৫ পেরুনো ডানহাতি ব্যাটসম্যান কিসির। কিসির সঙ্গে সাদা বলের সংস্করণে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেডন সিলস ও শার্মন লুইসও।
প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নেয়া সেন্ট মার্টেনের এই ব্যাটারের লিস্ট-এ ক্রিকেটের রেকর্ড খুব আহামরি নয়। কিসি লিস্ট-এ ফরম্যাটে ২৩ ম্যাচ খেলে এক শতক আর তিন অর্ধশতকে ২৫.০৫ গড়ে ৫০১ রান করেছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের হয়ে ৫৭ ও ৪৯ রান করেছিলেন। প্রধান নির্বাচক ডেসমন্স হেইন্স জানিয়েছেন, সেই ম্যাচের ব্যাটিং দেখেই কিসিকে মনে ধরেছে তাদের।
আগামী ৩১ মে শুরু হবে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৪ জুন সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজ শেষেই পাকিস্তানে তিন ওয়ানডে খেলতে যাবে ক্যারিবিয়ানরা।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী অবস্থানে এখনও যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সুপার লিগের পয়েন্ট টেবিলে তারা দশম, সেরা সাতে থাকতে এই দুটি সিরিজ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এই দুই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের হাতে থাকবে আর শুধু তিন ম্যাচ, নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজ। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারলে ২০১৯ সালের আসরটির মতো আবারো কোয়ালিফায়ার খেলতে হবে তাদের।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামারাহ ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, শার্মন লুইস, কাইল মায়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।