চ্যাম্পিয়ন সাবালেঙ্কার হাতেই উঠলো শিরোপা

সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটি নিজের করেই রাখলেন আরিনা সাবালেঙ্কা। সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার আনন্দে ভাসলেন বেলারুশের এ তারকা। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্বের ১২তম বাছাই চীনের কিন ঝেংকে এদিন দাঁড়াতেই দেননি সাবালেঙ্কা। সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন বিশ্বের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা।

সাবালেঙ্কা

সাবালেঙ্কা প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে আরও আগ্রাসী রূপ দেখান তিনি। প্রথম ৬ গেমের ৫টিই জিতে নেন। ৭ম গেমটি জেতের ঝেং। আর পরের গেম জিতে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেটটিও নিজের করে নেন তিনি।

সাবালেঙ্কা1

১৬০ বলে ৩২৩, রেকর্ডবুক এলোমেলো করলেন ভারতীয় এই ক্রিকেটার

সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও গত বছর ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরেছিলেন ওই ফাইনাল। এ আসরে সেমিতেই গফকে হারিয়ে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। আর ফাইনালে আরও দাপুটে টেনিস উপহার দিয়ে জিতে নেন শিরোপা।