স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে দুটি ম্যাচে জয় পেলেও বাকি ৭টিতে হেরে আলোচনা-সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের চেয়ে সবদিক থেকে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে খুব বাজে ভাবে হেরেছে টাইগাররা। নেদারল্যান্ডসের কাছে হারের পর ‘স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ’ স্বীকার করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপের ফাইনাল এখনো বাকি থাকলেও ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশ। ইতিমধ্যে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা ক্রিকেট পাড়ায়। বাংলাদেশ দলে তার ছেলে চাইক হাথুরুসিংহের উপস্থিতি, বারবার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এবং জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার সবকিছু মিলিয়ে বাংলাদেশের চোখে এখন প্রধান খলনায়ক হাথুরু। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।
বিশ্বকাপ ব্যর্থতার জন্য দল-সংশ্লিষ্ট সবারই দায় দেখছেন জালাল। তিনি বলেন, আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।
জালাল বলেন, আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে তা আমরা মোটেই প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।