আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত শহরে একটি হৃদয়বিদারক চিত্রের দেখা মিলেছে। ওই স্থির চিত্রে দেখা যায়, একজন অসহায় বাবা তার মৃত কন্যার হাত ধরে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপের নিচে বসে আছেন।
সোমবার দক্ষিণ তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় দুটি বড় ভূমিকম্প আঘাত হানার পর মর্মান্তিক এই চিত্রটি উঠে এসেছে। ছবিটি খুবই হৃদয়বিদারক। ছবিতে উঠে এসেছে এক অসহায় বাবার আর্তনাদের ছবি, উঠে এসেছে প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্বের চিত্র।
জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কাহরামানমারাস শহরের একটি বিধ্বস্ত ভবনের সামনে কারো হাত ধরে বসে আছেন এক ব্যক্তি। তার নাম মেসুত হেনসার। যার হাত ধরে তিনি বসে আছেন, সে তার ১৫ বছর বয়সী কন্যা ইরকাম। তিনি একটি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। মেয়েটি অনেক ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। এজন্য তাকে বের করা যাচ্ছে না।
তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ২১ জনে পৌঁছে গেছে। এতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দুই দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছেন, ‘তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে এবং ১৪ লাখ শিশুসহ ২৩ লাখ মানুষ আহত হতে পারেন।’ এদিকে, তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার শিশু নিহত হতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ।
উল্লেখ্য, গতকাল সোমবার ভোর সোয়া চারটার দিকে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূকম্পনের উৎপত্তিস্থল দক্ষিণ তুরস্ক। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। এর আগে ১৯৩৯ সালে তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।