ত্রয়োদশ সংসদ নির্বাচনের কোনো পোস্টার মুদ্রণ না করতে সারাদেশের ছাপাখানাগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন।

নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বিদ্যমান আচরণবিধিমালা অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
এ অবস্থায় কোনো প্রার্থী যাতে পোস্টার ব্যবহার করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ সম্পূর্ণ বন্ধ রাখতে সারাদেশের ছাপাখানাগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
নির্দেশনায় আরও বলা হয়, এবারের নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সাদা-কালো রঙের ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহারের সুযোগ থাকছে। তবে এসব প্রচার সামগ্রী অবশ্যই নির্বাচন কমিশন নির্ধারিত মাপ ও বিধিমালার মধ্যে থাকতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


