লাইফস্টাইল ডেস্ক : শীতকাল ঠোঁট ফাটা খুবই সাধারণ সমস্যা। তবে কারও ক্ষেত্রে এটা একটা বারোমাসি সমস্যা। সারা বছরই ঠোঁট ফাটে। তাই, ঠোঁট ভালো রাখতে, নরম রাখতে চাইলে লিপ বাম ব্যবহার করা ভীষণই জরুরি।
আমরা দোকান থেকে যে সব লিপ বাম কিনি, সেগুলো যে সব সময় ভালো ফল দেয় এমনটা কিন্তু নয়। কেনা লিপ বাম ব্যবহারে অনেক সময় ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে ওঠে এবং ফাটতে থাকে। কারণ মার্কেটের প্রোডাক্টে মেশানো থাকে ক্ষতিকর কেমিক্যাল। তাই কোনও রকম ক্ষতি ছাড়াই ঠোঁট ভালো রাখতে চাইলে এমন লিপ বাম ব্যবহার করুন যাতে কোনও কেমিক্যাল নেই। নারকেল তেলের লিপ বাম ব্যবহারে ঠোঁট ফাটার সমস্যা যেমন দূর হবে, তেমনই কমবে ঠোঁটের শুষ্ক ভাব। আপনি চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখে নিন, কী ভাবে বাড়িতে বানাবেন নারকেল তেলের লিপ বাম।
নারকেল তেল এবং ভ্যাসলিন লিপ বাম
একটি প্যানে ১ টেবিল চামচ ভ্যাসলিন গলিয়ে নিন। তাতে আধা চা চামচ নারকেল তেল ভালো ভাবে মেশান। এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। তারপর কৌটোয় ভরে ব্যবহার করুন।
নারকেল তেল এবং শিয়া বাটার লিপ বাম
প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ carnauba wax এবং ১ টেবিল চামচ শিয়া বাটার গলিয়ে নিন। সবকটি উপকরণ ভালো ভাবে মেশান। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।
নারকেল তেল এবং ল্যাভেন্ডার লিপ বাম
প্যানে দেড় টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ carnauba wax গলিয়ে নিন। এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভালো করে মেশান। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।
নারকেল তেল এবং ভ্যানিলা লিপ বাম
একটি প্যানে ১ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ carnauba wax গলিয়ে নিন। এতে আধা চা চামচ ভ্যানিলা নির্যাস ভালো ভাবে মেশান। এবার এই মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রাখুন।
নারকেল তেল এবং পেট্রোলিয়াম জেলি লিপ বাম
প্যানে ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিয়ে ১ চা চামচ নারকেল তেলের সঙ্গে মেশান ভালো করে। এই মিশ্রণটি কৌটোয় ভরে ঢেলে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।