বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাড়ি বাজার গোটা বিশ্বে অনেকে বড়! তবে আপনার যদি বাজেট কম হয়, এবং সস্তায় গাড়ির খোঁজ করছেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। একেবারে সস্তায় এমন কিছু গাড়ির খোঁজ রইল এই প্রতিবেদনে যা কিনে ঠকবেন না। এমনকি গাড়িগুলিও মারুতি-বাজাজের।
ভাবছেন সস্তায় সংস্থাগুলির গাড়ি আছে কিনা! হ্যাঁ আছে…। তবে অনেকেই তা জানেন না। আর সেই তথ্যগুলি এই প্রতিবেদনে আলোচনা করা হল।
Cheapest Cars: Bajaj Qute
বাজাজ গ্রুপের এই গাড়ি ভারতের বাজারে সবথেকে কম দামে পাওয়া যায়। paybima এর খবর অনুযায়ী, এই গাড়িটির এক্স-শোরুম দাম ২.৬৪ লাখ টাকা থেকে ২.৮৪ লাখ টাকা। পেট্রোলের পাশাপাশি সিএনজি ভেরিয়েন্টেও Bajaj Qute গাড়িটি কিনতে পারবেন। চারটি আসনের এই গাড়ি প্রতি লিটারে 35 থেকে 43 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। শুধু তাই নয়, ছোট এই গাড়িটি 216.6cc-এর। যা লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া রয়েছে। ৩৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে গাড়িটিতে।
Cheapest Cars: Renault Kwid
সস্তার গাড়ির মধ্যে Renault এর Kwid গাড়িটিও দারুণ হতে পারে। এই গাড়িটির এক্স-শোরুমের দাম 4,69,500 টাকা। এতে 1.0 লিটার ক্ষমতা সম্পন্ন (1.0 litre SCe MT) ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়িতে লিটারে ২২ থেকে ২৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। পাঁচটি আসনের এই গাড়িটিতে দারুণ সমস্ত ফিচার রয়েছে। মারুতি সুজুকির অল্টোর সঙ্গে পাল্লা দিতে এই গাড়িটি বাজারে এনেছিল রেনল্ট।
Cheapest Cars: Maruti Alto 800
Maruti এর Alto 800 গাড়িটি একেবারে মধ্যবিত্তের গাড়ি। শুধু তাই নয়, সর্ববিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। এই গাড়িটির দাম 3,54,000 টাকা থেকে শুরু। সিএনজি সহ বেশ কয়েকটি ভেরিয়েন্ট আছে। এতে 796cc, 3 সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে। পাঁচজন লোক গাড়িটিতে ভালো ভাবে বসতে পারে। ৩৫ লিটারে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। Maruti এর Alto 800 গাড়িটি প্রতি লিটারে 24.7 – 31.4 কিলোমিটার ছুটতে পারে।
Cheapest Cars: Datsun Redi-GO
Datsun Redi-GO A 2023 গাড়িটি 3.98 লাখ টাকা শুরু হচ্ছে। এতে 799CC ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে। যা কিনা প্রতি লিটারে 22 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। গাড়িটি গাড়িপ্রেমীদের বেশ পছন্দের।
Cheapest Cars: Maruti S-Presso
Maruti এর S-Presso গাড়িটি মধ্যবিত্তের প্রথম পছন্দের তালিকায় থাকে। গাড়িটি 998cc, K10C টাইপ ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে 27L ফুয়েল ক্যাপাসিটি। যাত্রী নিরাপত্তা এবং সাছন্দের বিষয়টিকে Maruti এর S-Presso গাড়িটিতে বিশেষ ভাবে নজর রাখা হয়েছে। গাড়িটিতে অ্যাডভান্স হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইএসপি, ইবিডির সঙ্গে এবিএস, ডুয়াল এয়ারব্যাগসহ একাধিক ফিচার রয়েছে। গাড়িটি সিএনজিতে ভ্যারিয়েন্টেও পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।