স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের পর আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজুর রহমান। এবার বাংলাদেশি পেসারকে দলে ভেড়ানোর পেছনে অবাক তথ্য জানিয়েছে চেন্নাই।
আইপিএলের ১৭তম আসর মাঠে গড়াবে আগামী বছরের ২৯ মার্চ। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ ট্রফি জেতা চেন্নাইয়ের মিশন এবার হেক্সা। সেই মিশনকে সামনে রেখে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে চেন্নাই।
তবে দলে পেলেও একাদশে মুস্তাফিজের জায়গা পাওয়া নিয়ে রয়েছে কিছুটা সংশয়। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফোর দেওয়া সম্ভাব্য একাদশেও রাখা হয়নি তার নাম। তবে এই জায়গাতে অবাক তথ্য জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের নির্বাহী কেএস বিশ্বনাথ। তিনি জানিয়েছেন, ‘আমাদের মনে হয়েছে, মাঠের বিবেচনায় মুস্তাফিজ ভালো একটি পছন্দ। আমরা তাকে ভালোভাবে কাজে লাগাতে পারি।’
মূলত স্লো-পিচে বেশ কার্যকরী বল করেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর সেই বিবেচনাতেই তাকে দলে নেওয়া হয়েছে। এবার ভক্তরা তার মাঠে নামার জন্য অপেক্ষায় থাকবেন।
এ বছর নিলামের জন্য বাংলাদেশের একাধিক ক্রিকেটার নাম দিলেও শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে অনুমতি না পাওয়ায় নিলাম শুরুর আগে নিজেদের নাম সরিয়ে নেন তাসকিন ও শরিফুল। অন্যদিকে বিশেষ শর্তে অনুমতি পান মুস্তাফিজ।
নিলামে থাকা একমাত্র এ বাংলাদেশিকে শেষ মুহূর্তে দর কষাকষির জন্য তোলা হলে আগ্রহ প্রকাশ করে চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করায় ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই টাইগার পেসারকে নিজেদের করে নেয় আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।