সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার দেয়ালে দেয়ালে ঝোলানো কার্বলিক এসিড খেয়ে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাটুরিয়া উপজেলার খোর্দখোলা এলাকায় (আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের বাউন্ডারি সংলগ্ন) এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম কেয়া আক্তার। সে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের খোর্দখোলা গ্রামের কালাম মিয়ার মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সে।
জানা যায়, কেয়া আক্তারের বাবা কালাম কেয়াকে বকা ঝকা করলে অভিমান করে বাড়ির পাশে আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার দেয়ালে ঝুলানো কার্বোলিক এসিড খায়। এরপর কেয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হলে ঢাকা যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার দেয়ালে কয়েক ফুট পর পরই মাটি থেকে এক মিটার উচ্চতায় অরক্ষিত অবস্থায় কার্বলিক এসিডের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। এই এসিড খেয়ে নিহত কেয়ার বাড়িতে কেয়ার মরদহ ঘিরে চলছে শোকের মাতম। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক মিঠু ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেয়া আক্তারের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছেন।

এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আকিজের কারখানার দেয়ালে অনিরাপদভাবে কার্বোলিক এসিড রাখায় এটা গ্রামবাসীর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই এসিডের কারণেই কেয়া আক্তারের মৃত্যু হয়েছে। আকিজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা।
তবে অজ্ঞাত কারণে আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার বিরুদ্ধে অভিযোগ করতে নারাজ নিহত শিশুটির পরিবার। এছাড়া আকিজ ফুড এন্ড বেভারেজ কর্তৃপক্ষ শিশুটির মরদেহ দেখতে এবং পরিবারকে শান্তনা দিতে আসলেও সাংবাদিকদের সাথো কথা বলতে অস্বীকৃতি জানান।
আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার নিরাপত্তা শাখার ম্যানেজার মোশতাক আহমেদ, এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে পারব না। আপনাদের নাম্বার দিয়ে যান। আমাদের মিডিয়া উইং আপনাদের সাথে যোগাযোগ করবে।
বিষয়টি নিয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
তবে মানিকগঞ্জের পুলিশ সুপার মোসা. ইয়াছমিন খাতুন বলেন, আমি সাটুরিয়ার ওসির সাথে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।