আন্তর্জাতিক ডেস্ক : প্রতি বছর একটু একটু করে পানিতে তলিয়ে যাচ্ছে চীন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে চীনের প্রায় অর্ধেক প্রধান শহর ডুবে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এমন আশঙ্কা থাকায় ঝুঁকিতে রয়েছে দেশটির লাখ লাখ মানুষের প্রাণ।
এনডিটিভি জানিয়েছে, বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স জার্নালে প্রকাশিত সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটির গবেষক দলের একটি গবেষণায় দেখা গেছে চীনের বেইজিং এবং তিয়ানজিনসহ বেশ কয়েকটি শহর মাঝারি থেকে গুরুতর ঝুঁকির মুখোমুখি হচ্ছে। চীনে শহুরে ভূমির ৪৫ শতাংশ প্রতি বছর ৩ মিলিমিটারেরও বেশি ডুবে যাচ্ছে।
বিজ্ঞানীরা ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে চীনের প্রতিটি শহরের ভূমি হ্রাস পরিমাপ করেছেন। তারা পরীক্ষা করে দেখেন চীনের ৮২টি শহরের মধ্যে কিছু শহর দ্রুত হ্রাস পাচ্ছে। প্রতি বছর শহরগুলোর একটু করে অংশ পানিতে তলিয়ে যাচ্ছে। চীনের বৃহত্তম শহর সাংহাই গত শতাব্দীতে ৩ মিটার পানির তলায় চলে যায়। এছাড়াও বেইজিংয়ের কাছের হাইওয়েগুলো বার্ষিক ৪৫ মিলিমিটার ডুবে যাচ্ছে।
লাইভ সায়েন্সের মতে, চীনে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং ভবনের ওজনের মতো বিভিন্ন কারণে ভূমির পুরুত্ব হ্রাস পাচ্ছে। যা দেশটির শহরগুলো ধীরে ধীরে তলিয়ে যাওয়ার অন্যতম কারণ। এছাড়াও সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে চীনের প্রধান শহরগুলোর মধ্যে অর্ধেকই ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বন্যার ঝুঁকিতে আছেন লাখ লাখ মানুষ।
গবেষক দলের নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আও জুরুই বলেন, ইতিমধ্যে চীনে শুধুমাত্র শহুরে জনসংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে, যা দেশটির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। ফলে ভূমি দেবে গেলে অনুমানের চেয়ে বেশি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। প্রথমেই চীনের উপকূলীয় এলাকাগুলো সমুদ্রের নিচে হারিয়ে যাবে এবং সেখানের বসতিগুলো বন্যার ঝুঁকিতে পড়বে।
এই সমস্যা শুধু চীনেই সীমাবদ্ধ নয়। ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পৃথক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৬ দশমিক ৩ মিলিয়ন বর্গ কিলোমিটার বা ২ দশমিক ৪ মিলিয়ন বর্গমাইল ভূমি এই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।