স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের চোখে সমস্যা! দেশ-বিদেশে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় বিষয়টি সবার জানা হয়ে গেছে। কিন্তু সমস্যা কতটা গুরুতর, তা জানা নেই। বিসিবির চিকিৎসক বা সাকিব এ নিয়ে মুখ খোলেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাঁহাতি এ অলরাউন্ডারের চোখের সমস্যা গুরুতর। এক চোখের রেটিনায় স্পট পড়েছে। শুকিয়ে গেছে জল। এ কারণে দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে এসেছে। সমস্যা গুরুতর হওয়ায় এক দেশ থেকে অন্য দেশে ছুটতে হচ্ছে তাঁকে। সঠিক এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিসিবিও কার্পণ্য করছে না।
সাকিবের চাওয়ামতো চিকিৎসার সুযোগ করে দিয়েছে এবং দিচ্ছে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করতে হতে পারে বাঁহাতি এ অলরাউন্ডারকে। বিসিবি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ত্রোপচার লাগতে পারে সাকিবের চোখে। আসলে সাকিবের দুই চোখেই সমস্যা। বাঁ-চোখের রেটিনার নিচে তরল পদার্থ জমেছে অতিরিক্ত মানসিক চাপ থেকে। পরিপূর্ণ বিশ্রামে যেটা সেরে যাবে। আর ডান চোখের রেটিনার স্পট সারাতে অস্ত্রোপচার লাগতে পারে।
এই চোখের সমস্যার কারণে বিশ্বকাপে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। তিনি নিজে এ কথা বলেছেন এক সাক্ষাৎকারে। বিশ্বকাপ চলাকালে ভারতে চোখের ডাক্তারও দেখাতে হয় তাঁকে। যদিও ভারতীয় চিকিৎসকের ব্যবস্থাপত্রে চোখের তেমন কোনো উন্নতি হয়নি। পরে যুক্তরাষ্ট্রের চক্ষু বিশেষজ্ঞকে দেখান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে মাঝে চোখের সমস্যাকে গুরুত্ব না দিলেও বিপিএলের অনুশীলনে ফেরার পর ভুগতে থাকেন সাকিব। এ নিয়ে বিসিবিতে যোগাযোগ করে লন্ডনে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেছেন কয়েক দিন আগে। যুক্তরাজ্যেই সমস্যা চিহ্নিত হয়।
চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরে শনিবার বিপিএলের ম্যাচ খেলেন রংপুর রাইডার্সের হয়ে। ফরচুন বরিশালের পেসার খালেদ আহমেদের বলে দুই রানে বোল্ড হলেও বোলিং ভালো করেন বাঁহাতি এ অলরাউন্ডার। ১৬ রানে দুই উইকেট শিকার তাঁর। সাকিব খেললেও তাঁর দল রংপুর প্রথম ম্যাচে হেরে গেছে বরিশালের কাছে। যদিও খেলায় ফোকাস করার মতো মানসিক অবস্থা নেই তাঁর। চোখের চিকিৎসা করানো জরুরি। তাই গতকাল দুপুরে সিঙ্গাপুরে গেছেন চক্ষু বিশেষজ্ঞের কাছে।
এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভারত, ইংল্যান্ড থেকে একটা মতামত পেয়েছি। যদিও এখনই তা বলা সম্ভব হচ্ছে না। তৃতীয় মতামতের জন্য সিঙ্গাপুরে গেছে সাকিব। ওখান থেকে ফিটব্যাক পাওয়ার পর কাল (আজ) বলতে পারব।’
বিসিবির চিকিৎসক দেবাশীষ খোলাসা না করলেও সাকিবের চোখের সমস্যা যে গুরুতর, তা বোঝা গেছে এক দেশ থেকে অন্য দেশে চিকিৎসার জন্য ছোটাছুটি করায়। বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে সাকিবের চিকিৎসা ইস্যুতে যোগাযোগ করা হলে একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা শুনেছি সাকিবের চোখে অস্ত্রোপচার লাগবে। আমার চেয়ে চিকিৎসকই ভালো বলতে পারবেন। তবে তাঁর বেশ সমস্যা আছে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও শনিবার বলেছেন, সাকিবের বেশ সমস্যা আছে। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত থেকে বিসিবি কর্মকর্তারা যেটা জানতে পেরেছেন, সাকিবের চোখে অস্ত্রোপচার করা হলেও সমস্যা পুরোপুরি দূর হবে না। আবার অস্ত্রোপচারের বিকল্পও নেই। সেদিক থেকে দেখলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার ঝুঁকির মুখে। শিগগির অস্ত্রোপচার করাতে হলে সাকিবের বিপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে সবকিছুর উত্তর মিলবে আজ সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞের রিপোর্ট পাওয়ার পর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।