চলে গেলেন ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ

লুইস সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক : স্পেনে জন্ম নেওয়া একমাত্র ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতা বার্সেলোনার সাবেক আক্রমণাত্মক মিডফিল্ডার লুইস সুয়ারেজ আর নেই। ৮৮ বছর বয়সে আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্টার মিলানের সাবেক ফুটবলার।

লুইস সুয়ারেজ

স্পেনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন তিনি। ১৯৬৪ সালে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপিয়ান নেশনস কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)। এরও আগে ফুটবলের ব্যক্তিগত পুরস্কারের অন্যতম সেরা ট্রফি ব্যালন ডি’অর জিতেছেন (১৯৬০ সাল) লুইস সুয়ারেজ।

১৯৯০ বিশ্বকাপে স্পেনের কোচের দায়িত্ব পালন করা সুয়ারেজের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে এভাবে, ‘লুইস সুয়ারেজ মিরামনতেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।’

স্পেনের মতো ইতালির ফুটবলেও ভালোবাসায় সিক্ত ছিলেন সুয়ারেজ। ইন্টারের হয়ে দুই মেয়াদে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতালির ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সুয়ারেজের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলানও, ‘গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তাঁর নিখুঁত ও অদম্য ফুটবলের নস্টালজিয়ায় আচ্ছন্ন।’

১৯৩৫ সালে লা করুনিয়ায় জন্ম সুয়ারেজের। ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজের শহরের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়। তবে ১৯৫৪ সালে নাম লেখান বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে দু’টি লা লিগা শিরোপা জেতেন। ব্যালন ডি’অরও জেতেন বার্সেলোনায় থাকতেই।

বার্সেলোনা থেকে ১৯৬১ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইন্টার মিলানে নাম লেখান সুয়ারেজ। ইতালির ক্লাবটির হয়ে তিনি দু’টি ইউরোপিয়ান কাপ আর তিনটি সিরি আ শিরোপা জেতেন। স্পেনের হয়ে ৩২টি ম্যাচ খেলা সুয়ারেজ ফুটবলকে বিদায় জানান ১৯৭৩ সালে।

ওয়েব সিরিজে এই অভিনেত্রী বোল্ড দৃশ্যে অভিনয় করে তাক লাগালেন

বুট জোড়া তুলে রাখার পর নিজের ক্লাব ইন্টার মিলানের হয়ে তিন দফা কোচিং করিয়েছেন লুইস সুয়ারেজ। এরপর স্পেন জাতীয় দলের ডাগআউট সামলেছেন ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত।