চলন্ত মোটরসাইকেলে সাপ, প্রাণে বাঁচলেন দুই এনজিও কর্মী

সাপ

জুমবাংলা ডেস্ক : চলার পথে কত রকমের ঘটনা-দুর্ঘটনা ঘটে! তবে কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। রাস্তায় চলতে থাকা এক মোটরসাইকেলে মিটার বক্সে ফণা তুলে আছে বিষধর সাপ। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই এনজিও কর্মী।

সাপ

রবিবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িগ্রাম আরডিআরএস’র দাশেরহাট শাখার ম্যানেজার মারুফা আক্তার এবং কর্মী লুৎফর রহমান দাশেরহাট অফিস থেকে শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজ মোড় এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলের মিটার বক্সের ওপর ফণা তোলা অবস্থায় একটি সাপ দেখতে পান। পরে তারা গাড়ি দাঁড় করান। এ সময় মানুষের ভিড়ে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। পরে মোটরসাইকেলটি মেকানিকের কাছে নিলে সাপটি বের করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট। তবে জাত সম্পর্কে জানা যায়নি।

মার্চ মাসের সেরা ১০টি ওয়েব সিরিজ

এ বিষয়ে মোটরসাইকেলের যাত্রী ও এনজিও ম্যানেজার মারুফা আক্তার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। আজকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি। আমাদের অফিসটির চারদিকে প্রচুর জঙ্গল রয়েছে। সেখান থেকেই সাপটি গাড়িতে ঢুকে থাকতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।