জুমবাংলা ডেস্ক : আগামী বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টে দাপ্তরিক কাজ পরিচালিত হবে। মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন।
তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার (০৭ ও ০৮ আগস্ট) বসছে না সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন।
এর আগে, সোমবার (০৫ আগস্ট) সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।
এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে। এছাড়া বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। তবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আগামী দুইদিনও সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।