ছোট খোলামেলা ড্রেসে ঝড় তুললেন ঋদ্ধিমা

ঋদ্ধিমা ঘোষ

বিনোদন ডেস্ক : সম্প্রতি বোল্ড ড্রেসে ঋদ্ধিমা ঘোষ ইনস্টাগ্রামে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। ঋদ্ধিমা একটি শর্ট ড্রেস পরে ছবি শেয়ার করেছেন। তাঁর এই লুক দেখে সবাই অবাক হয়ে গিয়েছেন। নতুন লুকে অভিনেত্রী ঋদ্ধিমাকে দেখে আমরাও মুগ্ধ। ঋদ্ধিমার সেই নতুন ফটোশ্যুটের ছবি দেখে নিন। সঙ্গে এটাও নোট করুন, কেন এই লুক সত্যিই দুর্দান্ত?

ঋদ্ধিমা ঘোষ

‘ব্যোমকেশের সত্যবতী’র সাজেই তাঁকে দেখে সবাই অভ্যস্ত। পাট ভাঙা শাড়ি, এলবো স্লিভ ব্লাউজ এবং কপালে লাল টিপ, এই সাজ জনপ্রিয় তাঁর। কিন্তু সেই চেনা ছক ভেঙে যখনই বেরিয়ে এলেন ঋদ্ধিমা, সেই সময়েই একের পর এক সমালোচনার শিকার হতে হল তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি শর্ট ওয়ান পিস ড্রেসে নতুন লুকের ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা ঘোষ। তাঁকে দেখে থ নেটপাড়া।

অনেকের মতেই, ঋদ্ধিমার এই সাজ নাকি সুন্দর নয়! ধেয়ে এসেছে একের পর এক সমালোচনা বা কটাক্ষ। কিন্তু নিজের লুক নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী অভিনেত্রী।

বোল্ড লুককে তিনি যেভাবে ক্যারি করেছেন, তাতে ঋদ্ধিমার প্রশংসা না করে থাকা যায় না। কিন্তু ঋদ্ধিমার কোন লুক নিয়ে এতটা হইচই পড়ল? চলুন ফিরে দেখা যাক সেই ছবি, আর কেনই বা এই লুক প্রশংসা করার মতো, তাও আলোচনা করব আমরা।

ঋদ্ধিমা ঘোষকে পর্দায় আমরা যেভাবেই দেখি, বাস্তব জীবনে তিনি যে যথেষ্ট বোল্ড লুক ক্যারি করতে পারেন, তা বারবার প্রমাণ করেছেন তিনি। একের পর এক সাহসী ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। কখনও ওয়ান পিস নি লেন্থ ড্রেসে আবার কখনও অন্য সাজে তিনি প্রকাশ্যে আসেন।

এবারও তার অন্যথা করেননি ঋদ্ধিমা। সবুজের একটি বিশেষ শেডের ড্রেস পরে তিনি যেভাবে পোজ দিয়েছেন, তা দেখে চোখ ফেরানোর উপায় নেই। ভীষণ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতেই হয়।

সবুজের একটি বিশেষ শেডের ড্রেস পরেছেন ঋদ্ধিমা। এই ড্রেসটি থাই লেন্থের। ড্রেসের নিচের অংশে, স্লিভে ও নেকলাইনে একই ধরনের ডিটেলিং চোখে পড়ছে। এই ড্রেসে হাফ স্লিভ যোগ করা হয়েছে। নেকলাইনও ডিপ। ভি নেকলাইন ড্রেসের বোল্ডনেসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

তবে পোজ দেওয়ার সময় হাফ স্লিভকে খুব সহজেই ক্যারি করেননি অভিনেত্রী। বরং, এই স্লিভেই একটি অফ শোল্ডার টাচ দেওয়ার চেষ্টা করেছেন। ডান কাঁধে ড্রেসের স্লিভ ঠিকঠাক বসলেও বাম কাধে সামান্য উন্মুক্তই রেখেছেন তিনি। যা দেখে বলতেই হয়, ‘উফফ!’

তবে এই ড্রেস একটি প্যাটার্নের। একদমই টাইট ফিট নয়। বডি ফিট হলে এই ড্রেসের লুক অন্যরকম হত। বরং ঢিলেঢালা প্যাটার্নেই ড্রেসের সৌন্দর্য বেড়েছে। কোনওরকম স্টকিংস বা কিছুতে বা ঢাকেননি অভিনেত্রী। শুধুমাত্র টোনড পা ফ্লন্ট করলেন, প্রত্যেক পোজেই উপচে পড়ল হটনেস।

বাসর রাতে বউয়ের আসল রূপ দেখে অজ্ঞান বর

ঋদ্ধিমাকে যাঁরা এভাবে দেখতে অভ্যস্ত নন, তাঁদের তো একটু চোখে লাগবেই। কিন্তু অভিনেত্রীর এই সাজ সত্যিই অসাধারণ। এই ড্রেসের সঙ্গে এক জোড়া হোয়াইট স্নিকার্সে স্টাইলিং করেছেন ঋদ্ধিমা। চুল খোলা রেখেছেন। ন্যুড মেকআপে তাঁর গ্ল্যামার সত্য়িই চোখে পড়ছে। অভিনেত্রীর সাহসকে কুর্নিশ।