চুলের নতুন নকশা নিয়ে প্রস্তুত মেসি

মেসি

স্পোর্টস ডেস্ক : ঘণ্টা কয়েক পরেই ফুটবলের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা হবে। সেজন্য প্যারিসে হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আর সেখানে যোগ দেয়ার জন্য নিজেকে ভিন্নভাবে সাজিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।

মেসি

সোমবার (৩০ অক্টোবর) রাত ২টায় ঘোষণা করা হবে ২০২৩ ব্যালন ডি’অর জয়ীর নাম। তার আগেই শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান। যেখানে ঘোষণা করা হবে সেরা একাদশ, নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি এবং গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি।

এর আগে ফুটবল বিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডট কম এক খবরে জানিয়েছে, অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টাইন তারকা চুলে নতুন ধরণের ডিজাইন করেছেন। সেই ছবি মার্কিন ক্লাব ইন্টার মায়ামি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। এছাড়া মেসির চুলের নকশাকারী লুইস আন্দ্রেস রিভেরা ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

শিশু জন্মের সময় ৩০০টি হাড় থাকে পরে ২০৬টি, তাহলে বাকি ৯৪টি হাড় কোথায় যায়

পোস্টে রিভেরা লিখেছেন, ‘আগামীকালের (ব্যালন ডি’অরের অনুষ্ঠান) জন্য প্রস্তুত মেসি। দিনটি তার জন্য অন্যরকম যেখানে তিনি অষ্টমবারের মতো স্বর্ণের বলটি তুলে ধরবেন। আর মেসিকেও ধন্যবাদ আমার ওপরে বিশ্বাস রাখায়। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ। যেই কাজটি দেখতে চলেছে পুরো বিশ্ব।’