স্পোর্টস ডেস্ক : শিরোপা ধরে রাখার মিশনে লিগের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিল ম্যাঞ্চেস্টার সিটি। আজ রবিবারের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে পেনাল্টি মিস করা আর্লিং হালান্ড দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন। পরে ম্যাচে সমতা ফিরলেও ফিনিশিং টাচে সিটির জয় নিশ্চিত করেন রদ্রি।
এই রদ্রির ভুলেই গোল হজম করেছিল সিটি।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। এ সপ্তাহে আপাতত কেউ তাদের টপকে যেতে পারবে না। শেফিল্ড ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিত ম্যাচটির ডাগ আউটে ছিলেন না পিঠের অস্ত্রোপচার করানো সিটি কোচ গার্দিওলা।
প্রথমার্ধে ৮৩ শতাংস সময় বল দখলে রেখেছিল সিটি। ১২টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে শেফিল্ড গোলে কোনো শটই নিতে পারেনি। দ্বাদশ মিনিটে দুর্বল হেডে গোল মিস করেন হালান্ড।
এরপর তিনি পেনাল্টি মিস করে সিটি সমর্থকদের হতাশ করেন।
৩৭তম মিনিটে আলভারেসের ক্রসে বল বক্সে শেফিল্ডের ডিফেন্ডার জন ইগানের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। শট নিতে গিয়ে গোলপোস্টে বল মেরে বসেন হালান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেও বল পোস্টের বাইরে মেরে ফের হতাশ করেন নরওয়ের এই ফরোয়ার্ড। তবে তার পায়েই ৬৩ মিনিটে এগিয়ে যায় সিটি।
বাঁ দিক থেকে জ্যাক গ্রিলিশের দারুণ ক্রস থেকে বল পেয়ে দর্শনীয় হেডে জালে পাঠিয়ে দেন হালান্ড। চলতি লিগে তিন ম্যাচে তার গোল তিনটি। ৮৫তম মিনিটে জেডেন বোগলের কোণাকুণি শটে সমতায় ফেরে শেফিল্ড। তিন মিনিট পরই জটলার ভেতর থেকে জোরাল শটে জয়সূচক গোলটি করেন রদ্রি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।